
সেন্ট মার্টিন থেকে ২ হাজার কুকুর নিয়ে ছাড়া হবে শাহপরীর দ্বীপে
সেন্টমার্টিন দ্বীপে বিচরণ করে বেড়ানো প্রায় ২ হাজার কুকুর সরিয়ে নেওয়া হচ্ছে সেখান থেকে।
তবে কুকুরগুলো নিধন না করে দেশের মূল ভূখণ্ডের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হবে।
আজ সোমাবর টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুহিবুল্লাহ বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে প্রায় ২ হাজার কুকুর রয়েছে। এর সবগুলোই বেওয়ারিশ।
এসব কুকুর দ্বীপের সব জায়গায় অবাধে বিচরণ করে বেড়ানোর কারণে পর্যটকদের জন্য অনিরাপদ ও সামুদ্রিক প্রাণীদের প্রজননে হুমকি হয়ে দেখা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণে কুকুরগুলো স্থানান্তর করে মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিটি বাস্তবায়ন করছে টেকনাফ উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ। এক সপ্তাহ চলবে এ কর্মসূচি।’
সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ উদ্যোগটি খুবই সময়োপযোগী। দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছিল।
এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল কুকুরের উপদ্রব। কুকুরগুলো নিধন করার ব্যাপারেও বিধিনিষেধ আছে। তাই অন্যস্থানে পূনর্বাসনের উদ্যোগটি অবশ্য প্রশংসনীয়। দ্বীপবাসীও খুশী এতে।’
Leave a Reply