
তুরস্কের প্রখ্যাত আলেম মুহাম্মাদ আমিন সিরাজের খাটিয়া বহন করলেন এরদোগান
তুরস্কের প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ গত শুক্রবার (১৯ ফ্রেব্রুয়ারি) বিকেলে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এসময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
গতকাল রবিবার ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান উপস্থিত ছিলেন এবং প্রখ্যাত এই আলেমের খাটিয়াও বহন করেন।
শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ তাফসির এবং হাদিস শাস্ত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন আলেম ছিলেন।
মাত্র সাত বছর বয়সে মুখস্থ করেন পবিত্র কোরআন। মিসরের আল আজহার ইউনিভারসিটিতেও তিনি পড়েছেন।
তাঁর ইন্তেকালে দেশের পাশাপাশি একাধিক বিদেশি স্কলারগণ শোক জানিয়েছেন। সূত্র: আনাদুলু আরবি
Leave a Reply